বুলেটের জবাব ব্যালটে!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৫৬ পূর্বাহ্ণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপনির্বাচনে বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছেন ওয়ার্ডবাসী। এখানে বিজয়ী হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মণ্ডলের ছেলে আলমগীর হোসেন মণ্ডল।
তার টিউবওয়েল প্রতীকে প্রাপ্ত ভোট সংখ্যা এক হাজার ৬৩৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৮ ভোট। ৯৬০ ভোটের ব্যবধানে বিজয়ী হন আলমগীর হোসেন মণ্ডল।
তার এ বিজয়কে বুলেটের বিপক্ষে ব্যালটে জয়লাভ বলে অভিহিত করেছেন এলাকাবাসী। তারা গনি মণ্ডল হত্যার বিচার চান।
উল্লেখ্য, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত ৪নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আ.গনি মণ্ডলকে ২০২১ সালের ৩১ মার্চ আনুমানিক রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা গুলি করে। চিকিৎসাধীন ১ এপ্রিল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই ওয়ার্ডের সদস্যপদটি শূন্য ঘোষিত হয়।
নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সম্মানিত ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।