বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে যুবদল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৭:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৭:২৩ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি হল— আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ।
এছাড়া আগামী ১৬ জুলাই শনিবার দেশের সকল উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ।
উল্লেখ্য, যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে মঙ্গলবার (১২ জুলাই) দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে যুবদল।
স্বাধীন খবর ডটকম/আ আ
