ব্যবসায়ী উজ্জ্বল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৭:১৬ পূর্বাহ্ণ
ময়মনসিংহের ধোবাউড়া পূর্ব বতিহালা গ্ৰামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলা থেকে চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের মার্চের ২৭ তারিখ রাতে ব্যবসায়ী উজ্জ্বল বাড়ি ফেরার পথে তার চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উজ্জ্বল মারা যান। ঘটনার ৩ দিন পর ৩০ মার্চ ধোবাউড়া থানায় নিহতের বড়ভাই কুরদত আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় প্রথমে পুলিশ চার্জশিট দাখিল করে। পরে বাদীপক্ষের আবেদনে সিআইডি ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে চার্জশিট দেয়। মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন। আর বাকি ১৩ আসামির মধ্যে একজন জামিনে থাকলেও বাকি ১২ আসামি কারাগারে আছেন।