ভারতীয় দূতাবাসের ইফতার অনুষ্ঠানে আলমগীরসহ চার নেতা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১১, ২০২২ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভারতীয় দূতাবাসের ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, রবিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজধানীর ১০০ ফিট এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নেন ফখরুলরা।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খাঁন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ২০ দলীয় জোটের শরিক দল এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
