• আজ রাত ৪:০৪, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতের সঙ্গে ট্রেন চালুর সিদ্ধান্ত রবিবার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৬, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশের সঙ্গে বন্ধ থাকা ট্রেন আগামী ২৬ মার্চ থেকে চালু করতে আগ্রহী ভারত। বাংলাদেশ রেলওয়েকে দেয়া এক চিঠির মাধ্যমে ভারত এ আগ্রহ জানায়। তবে ওই তারিখ থেকে ট্রেনে যাত্রী পরিবহন করা হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। আগামী রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, সম্প্রতি আগামী ২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের যাত্রীবাহী ট্রেন চালু করতে চিঠি দিয়েছে ভারত। তবে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আগামী রোববার রেলওয়ের একটি বেঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকতা রুটে বন্ধন এক্সপ্রেস ও ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস। কিন্তু কভিড ১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল। পরে পণ্যপরিবহন চালু হলেও যাত্রী পরিবহন আর চালু করা হয়নি। অবশেষে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেন চালু হতে যাচ্ছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ