• আজ সকাল ৭:৩২, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৪,নারী,শিশুসহ আহত-৫

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪জন নিহত এবং নারী ও শিশুসহ ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-ধলিয়া আঞ্চলিক সড়কের উত্তর রাংচাপড়া এলাকায় ড্রাম ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আলী হোসেন এবং যাত্রী আব্দুল মতিন মারা যায়।

ভালুকা ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহতাবস্থায় ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শাকিল নামে এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যায়। অপর দিকে গত ২৮মার্চ রাতে ভালুকা গ্যাস অফিস মোড়ে কায়সার আহম্মেদ বাপ্পী নামে এক যুবক মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়। গেল রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে উত্তর রাংচাপড়া এলাকায় ঘটনাস্থলে ছুটে যান ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,মডেল থানার ওসি কামাল হোসেন। নিহতরা একটি ইজিবাইক যোগে পুরুড়া থেকে ভালুকা আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি ড্রাম ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রন হারায়। এতে ইজিবাইকটি ট্রাকের নীচে চলে যায় এবং পাশ^বর্তী ফিসারীতে পড়ে যায়। নিহতদের বাড়ী উপজেলার পুরুড়াসহ আশপাশ এলাকায় বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এ ঘটনায় আহতরা হলেন লিপি আক্তার,প্রিয়া রানী,ফাতেমা আক্তার,রুনা আক্তার ও শিশু সোলায়মান। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ