ভালুকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় একযোগে সকল প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উদযাপন করা হলো স্বাধিনতার সুবর্ণ জয়ন্তী উৎসব। বৃহস্পতিবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও হালিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এ উপলক্ষে প্রতিষ্ঠান গুলোতে ছিল দিনব্যাপী নানা আয়োজন। রচনা,কবিতা আবৃত্তির প্রতিযোগীতা ছাড়াও ছিল জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক সঙ্গীতের প্রতিযোগীতা। এ ছাড়াও আলোচনা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ছাড়াও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ উদ্দিন,
হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ,পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শরিফ খান,সমর পাঠান,মাহাবুবুল আলম আকন্দ,বদরুল হাসান আরিফ,শিক্ষক মুখছেদুল ইসলাম,আহসান হাবিব রিপনসহ অন্যরা।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক এবং হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
একই দিন উপজেলার সব গুলো মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান গুলোতে পৃথক পৃথক ভাবে অনুরুপ কর্মসুচী গ্রহন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন,স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন অংশ নেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
