ভালুকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলে ফুলে সজ্জিত স্মৃতিসৌধ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৯:৫৬ পূর্বাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
মহান স্বাধিনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে ফুলে ফুলে সজ্জিত হয়ে উঠে স্মৃতিসৌধ। সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা ঘটে। এর পর একে একে মহান মুক্তিযোদ্ধে শাহাদাৎ বরণকারী লাখ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতি,ধর্ম,দলমত নির্বেশেষে সর্বস্তরের মানুষজন।
এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন ময়মনসিংহ-১১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ¦ গোলাম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,এসিল্যান্ড আব্দুল্লাহ আল বাকীউল বারী,মডেল থানার ওসি কামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগন,স্থানীয় প্রশাসনের কর্মকতাগর্ন,ভালুকা পৌরসভা, উপজেলা আ’লীগ,বিএনপি,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী,ব্যাবসায়ী,সামাজিক, স্বেচ্ছাসেবী,পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগন একে একে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও দিবস উদযাপন উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা আয়োজন করেছে। সকালে ভালুকা সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,স্কাউটসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াচ ও সালাম প্রদর্শন করে।
এ মনোমুগ্ধকর শারিরিক কসরত প্রদর্শন করে ক্ষুদে শিক্ষার্থীরা। মাঠে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে নানা শ্রেনী-পেশার লোকজন অংশ নেন।