ভালুকায় মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে পালিত হলো ক্রীড়া দিবস
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
সবাই মিলে খেলা করি’ মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয় পরে হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নইমসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
