ভালুকায় মুসুল্লীদের বিক্ষোভ,রাষ্ট্রীয় প্রতিবাদ ও সংসদে নিন্দা প্রস্তাব গ্রহনের দাবী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রান মুসুল্লীরা। ভালুকা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে জুম্মার নামাজ শেষে মিছিল আহ্বান করা হলে উপজেলা সদরের বিভিন্ন মসজিদ থেকে জুম্মা নামাজ শেষে খন্ড খন্ড মিছিল নিয়ে মুসুল্লীরা ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে এসে জড়ো হয়। পরে এক সাথে এক বিশাল মিছিল সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। ভালুকা ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি আঃ মজিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওঃ মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাও.মতিউর রহমান,মুফতী আলমগীর কাসেমী,মাও. মোঃ কুতুবউদ্দিন, মাও. সাইফুল ইসলাম, মুফতি আমানউল্লাহ,মুফতি মোঃ শাহজাহান, মাও. সাখাওয়াত,মাও. রোকন উদ্দিন,মাও. এহসানুল হক,মাও. ওমর ফারুক, মাও.ফজলুল করিম, মৌলভী মিজানুর রহমান প্রমুখ। বক্তাগন মহানবীকে নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যকে ঔদ্যত্বপুর্ন ও ধর্মীয় অনভুতিতে আঘাত উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন। বক্তাগন রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানোর পাশাপাশি সংসদে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন করার দাবী করেন। বক্তাগন বলেন,মহামানব ও সর্বশ্রেষ্ট নবী হযরত মুহাম্মদ (সঃ) এঁর চরিত্র নিয়ে তাঁর সময়ে বিরোধিতাকারী আবু জাহেল গংরাও কটুক্তি করার সাহস করেনি। উল্টো প্রসংশা করেছে। বক্তাগন অবিলম্বে বক্তব্য প্রত্যাহার পুর্বক বিশ্ববাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তওবা করার জন্য বিজেপি নেতাদের প্রতি আহ্বান জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
