ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রকে সহপাঠীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় শিক্ষা ক্ষেত্রে ফেলোসিপ অর্জন করায় কামরুজ্জামান হোসাইন জুয়েল কে সংবর্ধনা দিয়েছে সহপাঠী বন্ধুরা। পাশাপাশি বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক মন্ডলীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার দুপুরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুরা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহমেদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কৃষিবিদ আনিসুর রহমান আনিস ও পলাশ সরকার।
উল্লেখ্য, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়েরএসএসসি -৯২ ব্যাচের ছাত্র মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন জুয়েল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মাননা ক্রেস্ট লাভ করে।