ভালুকা সরকারী কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা সরকারী কলেজ প্রতিষ্ঠার ৫০বছর পুর্তি আজ সোমবার(১৩জুন)। প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে। সকালে কর্মসুচীর প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা,কেক কাটা ও আলোচনা সভা’র আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা’র আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সভাপতি মোল্লা জালাল,ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী,সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা,কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্বেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠনের নেতৃবন্দ। দিনের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এমএ মতিনের কবর জিয়ারত ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয় কলেজ চত্বর।