• আজ ভোর ৫:৫৪, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালোবাসা হাতছাড়া হয়ে যায়

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৫:২০ অপরাহ্ণ

 

শহীদুল্লাহ ফরায়জী

কবি:
তোমাকে ভালো না বাসলে
সৌভাগ্যে প্লাবিত জীবনের
হয় না পরিচয়,
কোনো উচ্ছ্বসিত জীবন দর্শন
তোমার চেয়ে গুরুত্বপূর্ণ নয়,
তুমি নিঃশ্বাসের মতো সত্য
ভালোবাসাই অসীম অনন্ত।

মৌনতা:
ভালোবাসা অজস্র বিচ্ছিন্নতার
বিরতিহীন স্পর্ধা
ঈর্ষার ভয়ঙ্কর চিহ্ন
আত্মপীড়নের দুর্বিষহ বোঝা।
আমি সরল নিরাভরণ অকপট
তোমাকে ভালোবাসার সাধ্য
এতো আমার নয়,
আমি অনন্তের মাঝে ভাসমান
ক্ষয়ে যাচ্ছি ক্রমান্বয়।
ভালোবাসা বড় দুর্বোধ্য
কেবল গন্ডিতে আঁকড়ে থাকতে হয়,
ভালোবাসায় হস্তক্ষেপ
তাতেই আমার ভয়
মনোজগতের এ সংকট
অতিক্রম যোগ্য নয়,
ভালোবাসার অপরিসীম শূন্যতা
সর্বগ্রাসী হয়।

কবি:
ভালোবাসাতেই আমার সংবর্ধনা
ঐশ্বর্যের সম্মান
জানো নাকি তুমি
মানুষ কেবল ভালোবাসায় মহীয়ান।
ভালোবাসায় কেবল আমার
অস্তিত্ব স্বাক্ষরিত হয়
তোমাতেই আমার জীবনের
দৃশ্যপট উন্মোচিত হয়।

মৌনতা:
জানিনা কেমন করে ভালোবাসা
বিপুল উজ্জ্বলতায়
জীবনের স্পন্দন ছড়ায়,
ভালোবাসার দাসত্ব
মানায় না আমায়,
ভালোবাসা অন্যের পুঁজি
সুযোগ পেলেই
হাতছাড়া হয়ে যায়।

কবি:
ভালোবাসা জীবনের উপর
ঝাঁপিয়ে পড়ে রয়,
বাহির ভিতর যত ভাঙচুর
প্রেম নাকি তত হয়,
বহিরঙ্গসর্বস্ব ভালোবাসায় কি
ভালোবাসা হয়!

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ