• আজ সন্ধ্যা ৭:৪৬, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিন্ন সাজে ‘বিস্ময়’ ছড়ালেন জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৩১, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

একেবারেই ভিন্ন সাজে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হলেন জয়া আহসান। আগে নাম না বললে হয়তো অনেকেই চিনতেই পারত না। শুধু মেকআপেই আমূল পরিবর্তন আনেননি। শাড়ি, টিপ না পরে জয়া পরে এসেছেন সিকুইন টপ ও বেল বটম ট্রাইজার।

এমন রূপে অভিনেত্রী জয়া আহসানকে দেখে বিস্মিত অনেকেই। তাকে চিনতে হিমশিম খেয়েছেন খোদ শোবিজের লোকজনেরাই।

সেই সাজের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

কেউ কেউ প্রশংসা করেছেন অভিনেত্রীর নতুন সাজকে। কেউ আবার করেছেন তিরস্কার।

জানা গেছে, ওই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য থেকে পোশাক আনিয়েছেন জয়া। তার সেই পোশাকের টপটি ছিল ব্যতিক্রমী ডিজাইনের, রূপালি রঙের। লাইটের আলোয় ঝিলমিল করছিল সে টপ। বেল বটম ট্রাইজারটিও ছিল আকর্ষণীয়।

এমন পোশাকের সঙ্গে বাঁ হাতে ঘড়ি পরে আর সঙ্গে পার্স নিয়ে অনুষ্ঠানের মঞ্চে উঠেন জয়া। তাক লাগিয়ে দেন সবাইকে।

শুধু পোশাকই নয়; জয়ার মেকআপও ছিল চোখে পড়ার মতো। পুরু ঠোঁট আর তীক্ষ্ণ নাক, স্টাইলিশ চুল। যেন ইংলিশ ম্যাম।

চোখে উইংড আই লাইনার ও কাজলের ছোঁয়া দেখা গেছে। চোখের উপরের পাতায় শিমার আইশেডও ব্যবহার করেছেন। তার ব্যক্তিগত মেকআপ শিল্পী দিয়েই সেজেছিলেন জয়া।

এতোকিছুর পরও এই সাজ পছন্দ হয়নি জয়ার ভক্ত-অনুরাগীদের একাংশের। কেউ কেউ নতুন জয়াকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’র চরিত্রগুলোর সাজের সঙ্গে মিলিয়েছেন।

তার এক ছবির তলায় তারেক রহমান নামে একজন লিখেছেন, ‘এত সেজে কি লাভ, যদি সুন্দর‌-ই না লাগে।’

আসাদুজ্জামান লিখেছেন, ‘আমার দেখা জয়া আহসানের সবচেয়ে বাজে ছবি।’ সুমাইয়া শিমু লিখেছেন, আপনাকে এই মেকআপে খুব বাজে লাগছে,সাধারণ সাজেই খুব ভালো লাগে৷’

তবে পরীর মতো লাগছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।তবে আর যাই হোক; বাঙালি পোশাকের চেনা ছক ভেঙে জয়ার এই নতুন রূপ সাড়া ফেলে দিয়েছে নিশ্চিত।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ