• আজ ভোর ৫:৫০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূতের ভয়ে আছেনভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

আমার বাসায় ভূত আছে— সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন মাস দেড়েক আগে। সেসময় তার এই পোস্ট নিছক মজার ছলে নাকি সত্যি ছিল সে ব্যাপারে আর কিছু জানাননি এই অভিনেত্রী। তবে নেটিজেনরা হালকাভাবেই নিয়েছিলেন ব্যাপারটি। আজ (১৬ জুলাই) নেট দুনিয়ায় ফের জানালেন, ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

অল্প কথায় ভূতের কথা জানালেও লেখাটি পড়ে মনে হয়েছে আসলেই আতঙ্কিত এই অভিনেত্রী। পাশাপাশি কমেন্টেও প্রশ্নের উত্তরে একাধিকজনকে মাহি জানান ভূত দেখার কথা।

মাহির পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, কি হয়েছে। উওরে মাহি লিখেছেন, ‘ভূত। আমি দেখেছি।’ জবাবে ভুত বলে কিছু নেই বলে মানিক তাকে আশ্বস্ত করলেও তিনি তাতে সাড়া দেননি।

তবে আগের মতো এবারও নেটিজেনদের অনেকে মাহির এই ভূত দেখাকে মজার ছলে নিয়েছেন। সেই পোস্টে হাসির রিয়্যাক্ট দেওয়ার পাশাপাশি মন্তব্যেও তা প্রকাশ করেছেন তারা। একজন লিখেছেন, ‘ভাই থাকতে ভয়ের কারণ নাই ভাবি। এসব ভূত ভাইকে দেখলে পালিয়ে যাবে।’

আপাতত সিনেমা সংক্রান্ত কোনো সংবাদে নাম আসে না মাহির। বর্তমানে স্বামী সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার স্বামী রাকিব সরকার গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের সদস্য তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী। পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাও শুরু করেছেন এই নায়িকা।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!