• আজ ভোর ৫:৫৬, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট ছাড়াই ক্ষমতা দখল করে অত্যাচার-নির্যাতন শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। তিনি বলেন, সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতা দখল করে তাদের উপর অত্যাচার-নির্যাতন শুরু করেছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। জনগণ রাজপথে নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। তাই এখনো সময় আছে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়ে জনগণকে মুক্তি দিন। অন্যথায়, রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে।

মঙ্গলবার (০৯ মার্চ) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে গাইবান্ধা জেলা বিএনপির অফিসে সামনে সমবেত হয়। এরপর দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের গাইবান্ধা জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মিজানুর রহমান মাসুম।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, শহর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, সদর বিএনপির যুগ্ন- আহ্বায়ক মোর্শেদ হাবিব সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ্ জালাল সরকার খোকন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!