• আজ রাত ৮:২১, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে এক পথচারী নিহত,আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী একটি ডাইরেক্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাক প্রতিবন্ধি (বোবা) মো. খোরশেদ মোল্লা (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ২০-২৫ জন যাত্রী।
নিহত খোরশেদ মোল্লা ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দালালপুর গ্রামের আজম স্যারেগো বাসা বলে জানা যায়।
বুধবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার (মুচির পোল) এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী ডাইরেক্ট বাসটি উপজেলার টবগী ইউনিয়নের আবুল মিয়ার বাজার মুচির পোল এলাকায় আসেন। এই এলাকার সড়কে ব্রিজের কাজ চলমান থাকায় বিকল্প সড়ক দিয়ে বাসটি ওঠার সময় নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে থাকা এক পথচারীকে চাপা দেয় এবং একটি দোকান ভেঙ্গে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
এসময় বাসের থাকা প্রায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দূর্ঘটনা খবর শুনে বোরহানউদ্দিন উপজেলার নিবার্হী অফিসার মো. সাইফুর রহমান রুমী ও বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছেন। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ