মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে রিট
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের আবেদন নিষ্পত্তি চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম) কাদেরের বিরুদ্ধে একটি রিট করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এ বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের (জিএম) কাদেরের বিরুদ্ধে এমপি পদে মনোনয়ন বাণিজ্যের অভিযোগের বিষয়ে আবেদন নিষ্পত্তি চেয়ে একটি রিট করা হয়েছে।
তার দলের একজন কর্মী ইদ্রিস আলী গত মাসে দুর্নীতি দমন কমিশন বরাবর একটি আবেদন করেন। আবেদনটি দুদক নিষ্পত্তি করতে পারেনি। পরে আদালতে তিনি রিট আবেদন করেছেন। আজকে ওই রিটের শুনানি করা হবে।