• আজ রাত ২:১০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত মার্চ ০২,২০২২ এর বিক্ষোভ সমাবেশ সফল করতে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণ দূর্ভোগ সৃষ্টিকারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দূর্নীতি-লুটপাটে ব্যাস্থ সরকার জনগণের কোনও সমস্যা সমাধান করতে পারবে না। জনসমস্যা নিরসনের পরিবর্তে তারা জনদূর্ভোগ বৃদ্ধি করে চলেছে।জনগণের নির্বাচিত নয় বলে জনগণের দু:খ কষ্টে তাদের ভ্রুক্ষেপ নাই। কি ভাবে কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকা যায়,তা নিয়ে ব্যাস্ত সরকার।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিক্ষোভ সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু,আলমগীর মাহমুদ আলম,উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ,মহিলা দলের সভাপতি পারভীন , দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন বাচ্চু, শুক্কুর মাহমুদ ববি, আখতারুল আলন ফারুক,আবুল হোসেন, দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রোকুনুজ্জামান রোকন,সাধারণ সম্পাদক এড.দিদারুল ইসলাম রাজু, উত্তর জেলা যুব দলের সভাপতি সামসুল হক,দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ সাদমান ডুনন,সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!