মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বগুড়া বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

ভারতে ক্ষমতাসীন বিজেপি দলের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার কর্র্তৃক “মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার সহধর্মীনি আয়েশা (রা:) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন ও ইসলাম অনুরাগীরা।
আজ জুম্মার নামাজ পর শহরের সেন্ট্রাল মসজিদ, বড় মসজিদসহ বিভিন্ন মসজিদের হাজার হাজার মুসল্লীরা এই সমাবেশে অংশ নেয়। এসময় বিক্ষোভ মিছিলে দুই নেতার কুশপুত্তলিকায় পায়ের জুতা নিক্ষেপ করা হয়। বিক্ষিাভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাহঃ ফতেহ্ আলী মাজার গেটে বক্তব্য দেন।
এসময় তারা বলেন এই অবমাননাকর মন্তব্যের জন্য সরকারীভাবে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি। তাই অতি সত্তর সরকারীভাবে বিবৃতিসহ অন্যান্য পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হচ্ছে। এসময় তারা আরো বলেন এই মুহুর্তে আমাদের কর্তব্য সকলকে ভারতীয় পন্য বর্জন ও অবমাননাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
স্বাধীন খবর ডটকম/আ আ
