মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসাসের শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছে জাসাস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু, সদস্য সচিব রায়হান এইচ খান, যুগ্ম আহবায়ক বৃন্দের মধ্যে জামাল আহমেদ, জহির চৌধুরী, আব্দুল করিম, আদনান আহমেদ চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, মোফাজ্জল হোসেন পীরু, সাইফুল আরেফিন লিমন, এনাম আহমেদ, সাইদ মেহদী সাদী, হেলাল আহমেদ মামুন, বি এইচ আফসান, সাথী দাস, তাহের আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি