স্মৃতিসৌধে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২৬, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য আনিসুর রহমান মল্লিকের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ওয়ার্কার্স পার্টি।
এ সময় উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়, মুর্শিদা আখতার নাহার, মোতাসিম বিল্লাহ সানি, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য মো. তৌহিদ, শিউলি শিকদার, আব্দুল আহাদ মিনার, তাপস কুমার রায়, তপন সাহা প্রমুখ।
এছাড়াও ওয়ার্কার্স পার্টি মহানগরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।