মহিলা দলের তিন নেত্রীকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১১, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১১, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
জাতীয়তাবাদী মহিলা দলের রাঙ্গামাটি জেলা শাখার তিন নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা বেগম, ১ নম্বর সদস্য মিনারা বেগম এবং ২ নম্বর সদস্য শাহিদা আক্তারকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
