মাইশা মমতাজ মিম এর আকস্মিক মৃত্যুতে এনএসইউ পরিবার গভীরভাবে শোকাহত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম ১লা এপ্রিল ২০২২ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেণ। একটি ঘাতক কাভার্ডভ্যান সম্পূর্ণ অবহেলা এবং রাস্তার নিয়ম ভেঙ্গে একটি সম্ভাবনাময় তরুণ জীবনকে কেড়ে নেয়।
উল্লেখ্য, গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং সমস্ত অতিথি এবং অংশগ্রহণকারীরা তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতার পালন করেণ।
মীম তার সহপাঠী, বন্ধুবান্ধব এবং শিক্ষকদের কাছে তার বন্ধুত্বপূর্ণ আচরণ এর জন্য খুবই জনপ্রিয় ছিল। তিনি একজন প্রাণবন্ত ও তরুণ প্রতিশ্রুতিশীল মানুষ ছিলেন।
এনএসইউ কর্তৃপক্ষ তার আকস্মিক মৃত্যুতে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। এনএসইউ পরিবার মীমের আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনায়।
আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ ঢাকার রাস্তা সবার জন্য নিরাপদ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
