মাছ মাংসের টুকরা ছোট হয়েছে ডালে পানি বেড়েছে : আলাল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখন মাছ মাংসের টুকরা ছোট হয়েছে, ডালে পানিবেড়েছে। আর আপনারা মানুষের সমস্যা নিয়ে উপহাস করছেন।
তিনি বলেন, এক মন্ত্রী বলেছেন, গরু কচুরিপানা খেলে মানুষ কেন খেতে পারবে না। আরেক মন্ত্রী বলেছেন, মানুষ তিন বেলামাংস খায়। আমরা খেতে পারি না, আপনারা খান। তারা বলেন, পেঁয়াজ ছাড়া তরকারি খান আর বেগুন বাদে কুমড়া খান।এখন চাল ছাড়া ভাত রেঁধে খেতে বলে কিনা তা দেখার বিষয়।
আজ সোমবার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষেনারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকার তেলের ওপর চলছে। যে যত বেশি তেল মারতে পারে তার দিকে তত সুদৃষ্টি দেয়। সেটা বদ লোক নাভালো লোক তা দেখার সময় তাদের নেই। আমি আপনাদের অনুরোধ করব, শহীদ জিয়াউর রহমানের নামের সাথে বীরউত্তমলিখবেন। এটা উনি পেয়েছিলেন আজকের প্রধানমন্ত্রীর বাবার থেকে। মেয়ে বাবার দেওয়া উপাধি কাটতে পারে না। সকলকে একথা মনে রাখতে হবে।
আলাল বলেন, খালেদা জিয়াকে নিয়ে এত শত্রুতা কেন?। বাংলাদেশের মানচিত্র কী অবস্থায় আছে, তা বেগম জিয়ার চেহেরারদিকে তাকালেই বোঝা যায়। ২০০৯ সালে নেত্রী বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন বুঝিনি আজ বুঝতে পারছি। দেশবাঁচাও মানুষ বাঁচাও এটিই ছিল তার স্লেগান। কোনো ছদ্মবেশী যেন এখানে ঢুকতে না পারে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতেহবে। বাংলাদেশের প্রতিটি স্থানে তিনি সমানভাবে জনপ্রিয়। তিন সারা বাংলাদেশে ২৭ আসনে নির্বাচন করেছেন এবং কখনওপরাজিত হননি।
তিনি আরও বলেন, ব্যালট মুক্ত করে দিন, ভোট মুক্ত করে দিন। দেখুন নৌকা সমুদ্রের কত গভীরে তলিয়ে যায়। আপনারাপারবেন না।
স্বাধীন খবর ডটকম/আ আ
