• আজ রাত ২:৪০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৭:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

 

টানা তিনদিন অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধার করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ভিসিকে অবরুদ্ধ করে রাখার পিছনে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

এদিকে আন্দোলনকারী কর্মচারীরা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়ে অবরোধ তুলে নেন।

তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মাহফিজুর রহমান মাসুদ বলেন, আমাদের শুধু চাকরি স্থায়ীকরণ নয় ১৪টি দাবি দিয়েছে। সবগুলো দাবি মানার আশ্বাস দেওয়ায় অবরুদ্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল থেকে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকালে উপাচার্যকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!