মানুষকে পুড়িয়ে মেরে কিছুই অর্জন করা যায় না: প্রধানমন্ত্রীতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ, সন্ধ্যায় সিইসির ভাষণ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না। এটা অন্যায়। কোনো কিছু অর্জন করতে হলে জনগণের শক্তির প্রয়োজন।
বিএনপি-জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের পথ পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাদের (জনগণের) পাশে থাকা প্রয়োজন।
আজ মঙ্গলবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ২০২২-২৩ সালে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের পদক তুলে দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবারই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে, গতকাল মঙ্গলবার মো. জাহাংগীর আলম জানান, ৭০ (১৯৭০ সাল) পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে। তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিকনির্দেশনাসহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি।
বিটিভিকে এ বিষয়ে জানানো হয়েছে কি না এবং তফসিল কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বুধবার (১৫ নভেম্বর) আপনাদের (সাংবাদিকদের) চায়ের আমন্ত্রণ। কবে, কখন, কীভাবে তফসিল দেওয়া হবে, তা সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব।
সেই ব্রিফিংয়েই কিছুক্ষণ আগে ইসি সচিব নিশ্চিত করলেন, আজই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘো
মানুষকে পুড়িয়ে মেরে কিছুই অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী