• আজ দুপুর ১:০৮, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্চ মানেই হচ্ছে সঠিক রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধার দল বিএনপি : আলাল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিএন‌পির যুগ্নমহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লেছেন, মার্চ মানেই হচ্ছে সঠিক রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধার দল বিএনপি। যে দলে কোনো স্বীকৃত রাজাকার নেই। চিহ্নিত যুদ্ধাপরাধী নেই। হানাদার বাহিনীর কোনো সদস্য নেই। যেটা আওয়ামী লীগের মধ্যে আছে। আওয়ামী লীগের ঘরের মধ্যে থেকেই রাজাকারের যাত্রা শুরু আর শেখ হাসিনার বেয়াই থেকে সেটা শুরু হয়েছে।

শ‌নিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের আবদুস সালাম হ‌লে খন্দকার দে‌লোয়ার হো‌সেন ম্মৃ‌তি ফাউ‌ন্ডেশ‌ন আয়োজিত বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খন্দকার দে‌লোয়ার হো‌সেনের স্বরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মোয়াজ্জেম হোসেন আলাল ব‌লেন, মার্চ মাস এমন একটা মাস, মার্চ মানেই আমি মেজর জিয়া বলছি। মার্চ মানেই প্রবাসে বসে মুক্তিযুদ্ধের সংগঠন করা খন্দকার মোশাররফ হোসেন। মার্চ মানেই মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যু বার্ষিকী।

তিনি বলেন, পাকিস্তানের হানাদার বাহিনীর সদস্য হয়ে এই মার্চ মাসে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এমন মানুষকেও শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছেন। এখনও তিনি উপদেষ্টা হিসাবে আছেন এবং দুই দুইবার মন্ত্রী ছিলেন।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগের করা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাছাই করে তারাই বের করেছে একজন মন্ত্রী বর্তমানে যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি যে দরখাস্ত করেছিলেন সেই দরখাস্তে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় আদৌ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হন নাই। আর একজন ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেছে তিনিও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় ওনার তিন বছর বয়স ছিল। এখন পশুপাখি নিয়ে নাড়াচাড়া করেন। এই যে সংমিশ্রণের দল, এই দলের ষড়যন্ত্র কবলে পড়েছিল বাংলাদেশের সর্বভৌমত্ত, স্বাধীনতা এবং গণতন্ত্র।

তিনি বলেন, যে দেশের স্বাধীনতা অর্জনের এ মার্চের বিশাল অবদান। তাই আজকের এই দিনে দীপ্ত শপথ শপথ করি, আমরা পিছনের দিকে তাকাবো না সামনের দিকে তাকাবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের দিকনির্দেশনা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মীর্জা আব্বা‌সের সভাপ‌তি‌ত্বে স্বরণসভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, গ‌য়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু,যুগ্ন মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!