• আজ সন্ধ্যা ৭:৪১, শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, বিএনপির ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩০, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

মির্জা ফখরুল ভাই হামলা
 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দলটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান।

হামলার শিকার মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান এ ধরণের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের দিন সমিউদ্দীন স্মৃতি কলেজ মাঠে ফলাফল প্রকাশের পর বাড়িতে ফেরার সময় হামলার শিকার হোন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে বহন করা গাড়িটিও ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরদিন ১৩ জুলাই বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী সংবাদ সম্মেলন করে ফলাফল স্থগিত করেন। ওই দিনই জেলা বিএনপি সভা ডেকে এ ঘটনা জড়িত দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায় জেলা বিএনপি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গত ১২ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি।২১ জুলাই, ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ছোট ভাই এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর বিএনপি কর্মীদের অভ্যন্তরীণ উত্তেজনার কারণে আকস্মিকভাবে হামলা চালানো হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং কমপক্ষে চারজন আহত হন 

ভোট গণনায় অনিয়ম ও ফলাফল ঘোষণার বিলম্বে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাত আনুমানিক ৮:৩০ টায় সমিরউদ্দিন স্মৃতি কলেজ প্রাঙ্গণে আসন গ্রহণ করেন। মির্জা ফয়সাল ফলাফল ঘোষণা করার পর গাড়িতে উঠার সময় চেয়ার, বাঁশ ও অন্যান্য কঠিন বস্তু ছুঁড়ে হামলা করা হয়। এমনকি তার গাড়ির সামনের ও পিছনের কাঁচ ভাঙানো হয় 

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ