মিলনের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশে সোপর্দ আহত ছাত্রদলের ৭ নেতা-কর্মী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৮, ২০২২ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৮, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
গত ১৬ মার্চ বরিশালের গৌরনদীতে ছাত্রলীগ নেতা-কর্মীদের বেপরোয়া হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহামুদুল হক মিলনসহ স্থানীয় ছাত্রদলের ৭ নেতা-কর্মী আহত হয়েছে। নিজ বাড়ীর কাছে স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দদের সাথে কথা বলার সময় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্যান্যেরা হচ্ছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব(সাময়িকভাবে অব্যাহতিপ্রাপ্ত) আল আমিন মোল্লা, ইয়াসিন ফকির ও সোহান । এক পর্যায়ে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা থানা পুলিশকে খবর দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মাহমুদুল হক মিলনকে তাদের হাতে তুলে দেয়। একটি পুরনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে পুলিশ আদালতে প্রেরণ করে।
এদিকে একই সময় অন্য একটি হামলায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল নেতা আল আমিন সরদার, সুনান শরীফ, রাসেল হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এসময় ছাত্রদল নেতা আল আমিন সরদারকে মারধর করে থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।
ছাত্রদলের উপর এধরনের সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন।
এক বিবৃতিতে তিনি জানান, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পালন করার দিন থেকে সরকার দলীয় ক্যাডারদের নেতৃত্বে যে হামলার শুরু তা গতকালের ঘটনা তারই ধারাবাহিক চিত্র। তিনি অবিলম্বে হামলারকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
