• আজ ভোর ৫:৩৪, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিশিগানে জালালাবাদ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

 

মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে

আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের দ্বিবার্ষিক নির্বাচন। সভাপতি ও সম্পাদকসহ কার্যকরি পরিষদের ১৯টি পদে সরাসরি ভোটগ্রহণ হবে অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জুন) সন্ধ্যায় হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এক সভা ডেকে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় গণমাধ্যমকর্মীসহ জালালাবাদ সোসাইটির সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর রোববার হ্যামট্রামিক শহরের গেইট অব কলাম্বাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ জুলাই বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ আগস্ট বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ আগস্ট বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতির বয়স ন্যূনতম ২৫ বৎসর হতে হবে। সকল পদের প্রার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় লেখাপড়া জানা থাকতে হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ৯০ দিনের পূর্বে যারা সংগঠনের সদস্য হবেন কেবল তারাই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ৬০ দিন পূর্বে যারা সদস্য হবেন তারা কেবল ভোটার হিসেবে গণ্য হবেন।

প্রধান নির্বাচন কমিশনার এনাম উদ্দিন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য মিশিগানে বসবাসরত জালালাবাদবাসীসহ বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিলেট বিভাগের ৪টি জেলার প্রবাসীদের নিয়ে গঠিত জালালাবাদ সোসাইটি। মিশিগানে প্রায় ৪০ হাজার সিলেটির বসবাস। তবে ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

মতবিনিয় সভা পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এনাম উদ্দিন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব আতাউর রহমান খান এবং সৈয়দ জহির হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রায়হান উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ সোসাইটির বর্তমান কমিটির সভাপতি এন ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুলেমান, উপদেষ্টা হাজী নিজাম উদ্দিন ও মুজিব আহমদ।

জালালাবাদ সোসাইটির সর্বশেষ নির্বাচন গত ২০১৭ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারির কারণে সংগঠনের নির্বাচন এতদিন আটকে ছিল বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!