• আজ ভোর ৫:৩২, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মুকুর চৌধুরীর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী তে দিনাজপুর জেলা বিএনপির স্মরণ সভা ও মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৬, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

১৫ জুলাই শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুকুর চৌধুরীর ৬ ষষ্ঠ মৃত্যুবাষির্কী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে স্মরণ সভা ও তাহার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহার সহধর্মিণী ও নব নির্বাচিত দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হীরা। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি,যুবদল ছাত্রদল,মহিলা দল,শ্রমিকদল,কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন,মুকুর চৌধুরী শুন্যতা পুরণ হবার নয়,তিনি দিনাজপুর জেলা বিএনপি কে তিলে তিলে ঘড়ে তুলেছেন,তিনি ছিলেন আমাদের দিনাজপুর এর অহংকার,তাহার ই উত্তরসূরি হিসেবে তাহার সহধর্মিণী হাসনাহেনা চৌধুরী হীরা দিনাজপুর জেলা বিএনপি কে সু সংগঠিত করার জন্য দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,তৃনমূল এর নেতা কর্মীরা সর্বোচ্চ ভোট দিয়ে তাহাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছে,গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য হাসনা হেনা হীরার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে হাসনা হেনা হীরা বলেন,বিএনপি পরিবারেই আমার জন্ম,বিএনপি আমার রক্তে মিশে আছে,দিনাজপুর বিএনপি নেতা কর্মীদের ভালোবাসার ঋণ সুদ করার মতো সাধ্য আমার নেই, অতীতে আমার স্বামী মরহুম মুকুর চৌধুরী তৃনমুল কে সাথে কাজ করে গেছেন সেই ধারাবাহিকতা আমি ও কাজ করে যাচ্ছি,তৃনমুল ই আমার পরিবার,তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাহার প্রয়াত
স্বামীর মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেন।
স্মরণ সভায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!