• আজ রাত ১০:৪৬, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৃতকে জীবিত দেখিয়ে জমির দলিলে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ

 

টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে মৃত্যুর পাঁচ বছর পর জীবিত দেখিয়ে জমি বিক্রির দলিলে জাল স্বাক্ষর করেছেন দুই দলিল লেখক। এ ঘটনার প্রতিকার চেয়ে দলিল লেখক এম. এ. লতিফ ও আবু হানিফের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন মৃত মজিবর রহমানের মেয়ে নাজমুন নাহার। উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ মার্চ মুক্তিযোদ্ধা মজিবর রহমান মারা যায় এবং ২০১৯ সালে ২৫ সেপ্টম্বর মাসে তাকে জীবিত দেখিয়ে ২৭ শতাংশ জমি বিক্রির দলিলে স্বাক্ষর দেখানো হয়। পিতার জাল স্বাক্ষর দেখিয়ে জমি বিক্রির ঘটনা প্রকাশ হলে জমির প্রকৃত ওয়ারিশগণ অসহায় হয়ে পড়েন। এ নিয়ে স্থানীয় ভাবে সমাধান না পেয়ে পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও দলিল লেখকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন মুক্তিযোদ্ধার বড় মেয়ে নাজমুন নাহার। দলিল লেখক এম.এ লতিফ বলেন, ভুল তথ্য দিয়ে কেউ যদি দলিল লেখিয়ে নেয় সে ক্ষেত্রে আমরা অসহায়। তবে এ নিয়ে আগেও একবার আপোষ মীমাংসা হয়েছে। নতুন করে আবারও মীমাংসা করার জন্য স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছেন।
এ বিষয়ে তৎকালিন সময়ের উপজেলা সাব রেজিস্ট্রার স্বপ্না রানী বিশ্বাসকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবকে কমান্ডার এম.ও গনি বলেন, মারা যাওয়ার পর একজন মুক্তিযোদ্ধাকে জীবিত দেখানো এবং তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, আমি এর তীব্র নিন্দা জানাই।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, এ নিয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা একটা জাল দলিল। দলিল বাতিল করার জন্য ওই মুক্তিযোদ্ধার পরিবারকে আদালতে যেতে বলেছি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!