• আজ রাত ৩:০৯, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেক্সিকোতে ফুটবল সমর্থকদের মারামারি, নিহত- ১৭

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোতে দুই ফুটবল ক্লাবের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন মারা গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (৫ মার্চ) মেক্সিকোর ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ চলাকালীন সময়ে সংঘর্ষে জড়ান দল দুটির সমর্থকরা।

শুরুতে আটলাসের এক গ্রুপকে আক্রমণ করেন কোয়ারেতারতো সমর্থকরা।

এক পর্যায়ে তারা মাঠে ঢুকে পড়েন। মাঠে ঢুকেও প্রতিপক্ষের সমর্থকদের আঘাত করেন কোয়ারেতারতো সমর্থকরা। তাদের কারো কারো হাতে ছুরিও দেখা গেছে। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।

এ ঘটনায় ১৭ জন নিহত হন। এরমধ্যে ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এই ঘটনার পর মেক্সিকান লিগের শনিবারের সব খেলা স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মেক্সিকান লিগের নির্বাহী প্রেসিডেন্ট মাইকেল আরিওলা পেনালোসা। তিনি জানিয়েছেন, দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!