• আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মেহেরপুরে সন্তানসহ প্রবাসীর স্ত্রী কাকলী খাতুন (২৫) নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

 

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে সন্তানসহ কাকলী খাতুন (২৫) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। তবে তিনি নিখোঁজ নাকি পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। এ বিষয়ে কাকলীর স্বামীর পরিবার মেহেরপুর সদর থানাকে অবগত করেছে।

সৌদি প্রবাসী স্বামী ডালিম হোসেনের পাঠানো ১ লাখ ১২ হাজার টাকা গত ১৬ই মার্চ সকাল ১১টার দিকে মেহেরপুরের একটি ব্যাংক থেকে উত্তোলনের পর স্ত্রী কাকলী নিখোঁজ হন।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের খোকন আলীর ছেলে ডালিম হোসেনের সঙ্গে ৪ বছর আগে বিয়ে হয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের রহিদুল ইসলামের মেয়ে কাকলী খাতুনের। বিয়ের পর তাদের সংসারে আসে একটি পুত্র সন্তান। এদিকে কাকলীর স্বামী ডালিম হোসেন গত ২ বছর আগে সৌদি আরবে যান। স্বামীর পাঠানো টাকা প্রায়ই মেহেরপুর শহরের একটি ব্যাংক থেকে উত্তোলন করতেন কাকলী।

গত ১৬ই মার্চ কাকলী তার পুত্র সন্তান ও শাশুড়িকে সঙ্গে নিয়ে মেহেরপুরের একটি ব্যাংক যান। ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর কাকলী তার শাশুড়িকে আসবাবপত্র কেনার জন্য একটি মার্কেটে পাঠান। এবং মেহেরপুর শহরের একটি মোড়ে অপেক্ষা করছি এমনটি বলেন তার শাশুড়িকে।

শাশুড়ি গুলশানারা খাতুন মার্কেট থেকে ফিরে কাকলী ও নাতিকে আর খুঁজে পাননি। পরে বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানান। কাকলী নিখোঁজের বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।
কাকলীর বাবা রহিদুল ইসলাম জানান, আমার মেয়ে কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে পারে না। টাকার জন্যই তাকে অপহরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কাকলীর স্বামী সৌদি প্রবাসী ডালিম হোসেন সাংবাদিকদের জানান, আমার স্ত্রীকে এখন পর্যন্ত ভালো বলে আমি জানি। তারপরও সে কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে নিরুদ্দেশ হয়েছে নাকি তার কাছে টাকা থাকার কারণে কোন চক্রের হাতে গায়েব হয়েছে বুঝে উঠতে পারছি না।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ