ময়মনসিংহের ভালুকায় নদ-নদী রক্ষার দাবীতে বাপা’র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ২:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
আমার ক্ষীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ কর দুষন এ শ্লোগানে ময়মনসিংহের ভালুকায় পালিত হলো আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। এ উপলক্ষে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও পরে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ভালুকা আঞ্চলিক শাখা।
সভায় বাপা ভালুকা শাখার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এবং ভালুকা বাপা’র সদস্য প্রেসক্লাব সভাপতি সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজ অধ্যক্ষ এআরএম শামছুর রহমান,মহিলা নেত্রী মাহমুদা আক্তার মুন্নীসহ অন্যরা স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন।
বক্তাগন এক সময়ের প্রমত্তা ক্ষীরু নদীটিকে দখল ও দুষনের হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
