ময়মনসিংহের ভালুকায় স্বল্প মুল্যে টিসিবি পণ্য পাচ্ছে ১২হাজার ২শত৪টি পরিবার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৯, ২০২২ ২:০৮ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক জনগোষ্টীর মধ্যে সরকার ঘোষিত স্বল্প মুল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন ১২হাজার ২শত ৪টি পরিবার।
আগামীকাল রোববার থেকে নির্ধারিত সিডিউল মোতাবেক এ পণ্য বিতরন শুরু হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,এসিল্যান্ড আব্দুল্লাহেল বাকীউল বারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।