ময়মনসিংহে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৬, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে ছাত্র সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রবিবার বিকেল ৩টায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ শিশু একাডেমি মাঠে পৃথক পৃথক ভাবে এ সমাবেশ করে জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর ছাত্রদল।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুননের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এর আগে একই ইস্যুতে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিনের নেতৃত্বে এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক দাঈদ রায়হানের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৃথক পৃথক আয়োজনে সমাবেশ করেছে ছাত্রদল।