ময়মনসিংহে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর বিএনপি।
আজ সোমবার সন্ধ্যায় নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপি সমাবেশ করে। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, লিটন আকন্দ, শুকুর মাহমুদ ববি প্রমূখ। এর আগে দুপুরে দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে মহানগর বিএনপি। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, একেএম মাহবুব আলম প্রমুখ।
একই ইস্যুতে শোভাযাত্রা করেছে মহানগর যুবদল। এতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল।
এছাড়াও সোমবার বিকেলে নগরীর বাউন্ডারী রোড হয়ে নতুন বাজার এলাকায় করেছে ছাত্রদল। এই র্যালীর নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুরুজ। এ সময় কোতয়ালি থানা ছাত্রদলের আহবায়ক সুলায়মান হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক ওমর ফারুক রবিন, ছাত্রদল নেতা সুমন, সাগর, জনি, শুভ প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এই র্যালীর নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান এবং সদস্য সচিব শফিকুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এএম শোয়েব, তরিকুল ইসলাম তুষার, আরিফুল ইসলাম, আশরাফ আহমেদ, সদস্য ইসমাইল হোসেন, মেহেদী হাসান বুলবুল প্রমূখ।