ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
এনামুল হক আকন্দ লিটনকে আহ্বায়ক ও মো. নাজিম উদ্দিন খান নাজিমকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) কৃষকদলের দপ্তরসম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এনামুল হক আকন্দ লিটনকে আহ্বায়ক ও মো. নাজিম উদ্দিন খান নাজিমকে সদস্য সচিব করে কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
এর আগে মঙ্গলবার (২২ মার্চ) কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক বিবৃতিতে জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।