যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টার নির্বাচনে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
লন্ডন থেকে
যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ইলেকশন ২০২২-২৪ নির্বাচন বিপুল উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টার নির্বাচনে আওয়াজ গ্রুপের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
১২ জুন রোববার অনুষ্ঠিত নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট প্রদান করেন।
এতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোসাদ্দিক আহমদ, সেক্রেটারি মো. শাহিন আহমেদ ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মতলিব।
সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার ইলেকশন ২০২২-২৪ নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী সৈয়দ মোসাদ্দিক আহমদের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৮৪। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ খালিদ মিয়া ওলিদ পান ৬২১ ভোট ।
সেক্রেটারি প্রার্থী বিজয়ী মো. শাহিন আহমেদের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭১২। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শহিরুল বারী জিয়াউলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫৬৮।
ট্রেজারার প্রার্থী বিজয়ী আতাউর রহমান মতলিব মিয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৭৪০। তার নিকটতম প্রার্থী হাসান আহমদ হাসনুর প্রাপ্ত ভোট সংখ্যা ৫২৯।