• আজ ভোর ৫:৩০, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুক্তরাজ্যে জাবির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

 

লন্ডন প্রতিনিধি

৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের কোকোবিন ক্যাফেতে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জহির মুহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এবং সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব পারভেজ মল্লিকের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সন্মানিত উপদেষ্টা শহিদুল ইসলাম ও রানা ইসলাম, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকারুল আমিন রানা, আনিসুর রহমান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, আলিম আল রাজী।

এছাড়াও প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন- কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হাবিবে আলম চৌধুরী এবং সৈয়দ ইফতেখার, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মতিয়ার রহমান মতিন, প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মনির মো. জামান। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যদের মধ্যে মতামত প্রদান করেন মাহবুবা নাজরীনা জেবিন, ফারহানা একা, সজীব ভূঁইয়া প্রমুখ। মতামত সভায় আলোচকরা সুবর্ণজয়ন্তী উদযাপনের করণীয় শীর্ষক আলোচনা করেন।

সুবর্ণজয়ন্তীতে ব্যবহৃত টি-শার্টের লোগো উন্মোচনসহ আগামী ২৫ জুন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!