যুক্তরাজ্যে জাবির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময় গত ৬জুন উদযাপন কমিটির আহ্বায়ক জহির মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির সদস্য সচিব পারভেজ মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শহিদুল ইসলাম, রানা ইসলাম, মনির মোহাম্মদ জামান।
এছাড়াও অন্যান্য জাবিয়ানদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন – উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকারুল আমিন রনি, আসমা পারভীন মুক্তা,চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন ,আলীম আল রাজী, অর্থ উপকমিটির আহ্বায়ক হাবীবে আলম চৌধুরী, দপ্তর উপকমিটির আহ্বায়ক মতিয়ার রহমান মতিন, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক মাহাবুবা নাজরীনা জেবিন, সদস্য সচিব ফারহানা করিম খান একা প্রমুখ।
সভায় জাবিয়ানরা প্রত্যেকে নিজস্ব মতামত প্রদানসহ অনুষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত কলম, চাবির রিং, কোট পিনসহ উপহার সামগ্রীর মোড়ক উন্মোচন করা হয় এবং টিশার্টের অগ্রগতি সম্পর্কিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা ২৫শে জুন যুক্তরাজ্যের জাবিয়ানদের বৃহৎ মিলনমেলা সংগঠিত হওয়ার আশা প্রকাশ করেন এবং লন্ডনের সকল জাবিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
