যুক্তরাষ্ট্রের কাছে ধরনা নয়, খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচন দিন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপিকে নির্বাচনে ফেরাতে আমেরিকার কাছে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সবসময় ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যটা রাখেন, বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। আজকে প্রকাশ্যে, আমেরিকায় বসে প্রমাণ করেছে বিদেশিদের কাছে যারা ধরনা দেয় তারা হচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘আমেরিকার কাছে তো ধরনা দেওয়ার দরকার নেই। বাংলাদেশে প্রথম কাজটি করুন—খালেদা জিয়াকে মুক্ত করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।’
বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তিপাক’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়ক মন্ত্রণালয় সড়কে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্য কথা বাদ দেন। এই যে ঢাকা শহরের রাস্তা এটা নিয়ে অনেক কথা। এখানে সেতু ও সড়কমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ হয়েছে ঢাকাসহ সারা দেশে সড়কে নিরাপত্তা দিতে।’
আওয়ামী লীগ আবারও ২০১৪ সালের মতো নির্বাচন করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে তারা আমাদের ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে। শুধু এটাই নয়, বিরোধী দলসহ গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, তাদের মাঠ থেকে সরিয়ে দিতে, তারা যাতে আন্দোলন করতে না পারে, তার জন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এটা শুধু ঢাকায় হচ্ছে, তা নয়। তাদের উদ্দেশ্য আবারও তারা সেই ২০১৪ সালের মতো নির্বাচন করবে। যে নির্বাচনে বিরোধী দল তো থাকবেই না। বিরোধী দল যেন সেই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তার ব্যবস্থা এখন থেকেই তারা শুরু করেছে।’ জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।
স্বাধীন খবর ডটকম/আ আ
