যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও জোরদার হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। বিভিন্ন কার্যক্রমেই তারা আমাদের সহযোগিতা করে থাকে। তাই ভবিষ্যতে দেশটির সাথে সম্পর্ক আরও জোরালো করা হবে।
আজ সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ঠেকাতে এখন পর্যন্ত আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মডার্না টিকা মার্কিন সরকার এবং দেশটির জনগণ এদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে।
জাহিদ মালেক বলেন, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভবিষ্যতেও যদি আমাদের টিকার প্রয়োজন হয়, তারা আমাদের আরও টিকা দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের টিকা সংরক্ষণ ও সরবরাহে ১৮টি ফ্রিজার ভ্যান দিয়েছে। এমনকি আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেও সহযোগিতা করেছে। প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন তারা। আগামীতেও তারা আমাদের সাহায্য-সহযোগিতা করা অব্যাহত রাখবেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার, এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেয়া হবে। এ সময় টিকা কেন্দ্র পরিদর্শনে আসায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীর প্রমুখ।