যুদ্ধ ও নরহত্যা : শহীদুল্লাহ ফরায়জী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ
যুদ্ধ মানে
হত্যাযজ্ঞের শক্তি প্রদর্শনী
যুদ্ধ মানে
নৃশংসতার নারকীয় রাজত্ব
বিপর্যস্ত মানবের
মাংস ঝলসে যাওয়া
ভয়াবহ শোক চিহ্ন।
যুদ্ধ মানে
নিষ্ঠুর পাশবিকতা
জ্বলন্ত গ্রামে
বিরতিহীন বোমা ফেলা।
যুদ্ধ মানে রক্তের বানে
আত্মপরিচয় নিশ্চিহ্ন করে
জীবনের ওপর ঝাঁপিয়ে পড়া।
যুদ্ধ মানে বর্বরতায়
শরীর থেকে মস্তক
ছিন্ন করা,
ক্ষেপনাস্ত্রের আঘাতে দেহ
বিলিবন্টন করা।
যুদ্ধ মানে
ধর্ম মানবিকতা বলি দেয়া
শোকদগ্ধ হৃদয়ে
গোঙানির জবাব দেয়া।
যুদ্ধ মানে
বারুদের গন্ধে দিশেহারা
ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই
মরদেহ সমাহিত করা।
যুদ্ধ মানে গনগনে আগুনে
ধ্বংস বিপর্যয়ের চুক্তিনামা
যুদ্ধ মানে
মর্মভেদী হাহাকার
ঘরে ঘরে ফেরি করা।
যুদ্ধ মানে
নরহত্যার খ্যাতি
বিশ্বময় ছড়িয়ে পড়া
প্রাণের চারিপাশে
মৃত্যু মজুদ করা।
যুদ্ধ মানে
ধ্বংসস্তূপের ভয়াল বিবরণ
ঐশ্বরিক জীবন
অগ্নিকুন্ডে সম্ভাষণ
যুদ্ধ কেবল ভয়াল গর্জন
হত্যাযজ্ঞের আস্ফালন।
যুদ্ধ মানে মৃত্যু
বিজয়ী সম্রাটের পদকে
ক্রুশ চিহ্ন হয়ে ঝুলে থাকা।
যুদ্ধ মানে
পরাক্রমশালীর ডিক্রি জারি করা
অনিবার্য ধ্বংসের উৎসবে
আত্মতৃপ্তিতে
রাজকীয় ভঙ্গিতে
ভয়ংকর ভয়াবহ গল্প বলা।