• আজ দুপুর ২:৪১, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

যুবদ‌লের সমা‌বে‌শে নেতাকর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ

 

বিএন‌পি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়াকে হুম‌কি এবং ছাত্রদ‌লের উপর ছাত্রলী‌গের হামলার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ কর‌ছে যুবদল।

শ‌নিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে সকাল ৯.৩০ টায় সমা‌বেশ শুরু হয়। সকাল ৮ থে‌কে দ‌লে দ‌লে যুবদ‌লের নেতাকর্মীরা প্রেসক্লা‌বে সাম‌নে উপ‌স্থিত হ‌তে থা‌কে।‌ বেলা বাড়ার সা‌থে সা‌থে নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে প্রেসক্লা‌বের আ‌শে পা‌শে ।

প্রেসক্লা‌বের বা‌হি‌রে-ভিত‌রে লিংক রো‌ডে, কদম ফোয়ারা থে‌কে প্রায় পল্টন পর্যন্ত এ সমা‌বেশ।

সমা‌বে‌শে প্রধান অতিথি হিসা‌বে উপ‌স্থিত থাক‌বেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য খন্দকার মোশাররফ হো‌সেন।

সমাবেশে উপ‌স্থিত আ‌ছেন সদ্য ঘো‌ষিত সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সা‌বেক সভাপ‌তি নিরব ও যুব‌দ‌লের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মীরা।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ