যুবদলের সমাবেশে নেতাকর্মীর ঢল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:২০ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুমকি এবং ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল।
শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯.৩০ টায় সমাবেশ শুরু হয়। সকাল ৮ থেকে দলে দলে যুবদলের নেতাকর্মীরা প্রেসক্লাবে সামনে উপস্থিত হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে প্রেসক্লাবের আশে পাশে ।
প্রেসক্লাবের বাহিরে-ভিতরে লিংক রোডে, কদম ফোয়ারা থেকে প্রায় পল্টন পর্যন্ত এ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে উপস্থিত আছেন সদ্য ঘোষিত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সাবেক সভাপতি নিরব ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্বাধীন খবর ডটকম/আ আ
