• আজ সন্ধ্যা ৭:৪০, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সারাদেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে।

তিনি বলেন, নিম্নবিত্তদের মাঝে ভর্তুকি মূল্যে নিত্যপণ্যে দেয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।

তিনি বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় তাদের শত দুঃখের বোঝা হালকা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসে অসহনীয় জীবন ও পরে দেশে ফিরে প্রতিহিংসার শিকারের অতীত কষ্টের কথা সংসদে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুস্থ মানুষ ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এই ঠিকানাহীন মানুষের আনন্দাশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান প্রধানমন্ত্রী।

সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ