• আজ রাত ৯:২৪, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাঙ্গাবালীতে বিদ্যুৎপৃষ্টে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, আহত স্ত্রী ও শিশু সন্তান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৩, ২০২২ ৮:১১ পূর্বাহ্ণ

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
মোটর পাম্প দিয়ে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুপৃষ্ট হয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তৈয়ব দেওয়ান(৩৮) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এসময় তাকে রক্ষা করতে গিয়ে স্ত্রী ও শিশু সন্তান আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব বাহেরচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব বাহেরচর গ্রামের মৃত্যু রফিক দেওয়ানের ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানান, পুকুরে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে পুকুর পারে মোটর পাম্প বসায় তৈয়ব। পানি সেচের এক পর্যায়ে মটর বন্ধ হয়েগেলে ঠিক করার জন্য হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী ও আট বছর বয়সী শিশু সন্তান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বিয়ষটির সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হওয়া যুবক বাকপ্রতিবন্ধী। তার মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় এলাকাবাসীর অনুরোধে লাশ মর্গে পাঠানো হয়নি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ