• আজ সকাল ৭:০৯, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাঙ্গাবালীতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরী সহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে দায়েরকৃত মানহানি মামলার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা।
রাঙ্গাবালী প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকালে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা।
এসময় ভোরের কাগজের রাঙ্গাবালী প্রতিনিধি কামরুল হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সময় টিভির পটুয়াখালী রিপোর্টার সিকদার জাবির হোসেন, প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান শিমুল, ইউপি সদস্য আবু সাইদ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহ নেওয়াজ, মানবকন্ঠের জাওয়াদুল কবির প্রিতম ও মুক্তখবরের আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হামলা হচ্ছে। এ কারণে দেশে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!